Answered 3 years ago
আপনি যদি কমের মধ্যে বেশি কিছু পেতে চান তাহলে লেনোভো দেখতে পারেন ।
যদি বেশিদিন ইউজ করতে চান তাহলে hp দেখতে পারেন তবে একটু দাম পড়বে বেশি ।
যদি স্টাইলিশ এবং মোটামুটি ভালো মানের ল্যাপটপ চান তাহলে আসুস ব্যাবহার করতে পারেন ।
যদি বাজেট ভালো থাকে তাহলে ডেল এর xps সিরিজের ল্যাপটপ দেখতে পারেন কারণ লো বাজেট বা মিড বাজেটে ডেল এর ল্যাপটপ খুব একটা সুবিধার না(আমার মতে) । তবে অনেকের কাছেই ভালো মনে হতে পারে ।
এসার নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ বাংলাদেশে এর খুব কম মডেল ই আসে । বাইরে থেকে এনে ইউজ করতে পারলে ভালো ।
আর সব শেষে আসে বস অ্যাপল এর ম্যাকবুক । গেমিং ছাড়া দুনিয়ার বাকি সব কাজই মোটামুটি আরামেই করে নিতে পারবেন এটাতে ।
আসলে ভাই কোনো কোম্পানির ই সব ল্যাপটপ ভালো হয় না । কিছু স্পেসিফিক মডেল খুব চলে আবার কিছু মডেল কেউ কিনেই না । তাই ঐভাবে কোনোটা ই বলা যায় না । তবে হ্যা ল্যাপটপ এর hp এর নাম ডাক খুব ভালো আর টিকেও অনেকদিন ।
jannatulrabiya publisher