Answered 2 years ago
দক্ষিন কোরিয়া প্রায় ১১% ভূমি বেশী পেয়েছিল যা ৩৮ ডিগ্রী অক্ষরেখার দু পাশে দেখা যাচ্ছে ৷ কিন্তু দক্ষিন কোরিয়া যে উত্তর দিকে যে অতিরিক্ত জমি পেয়েছিল তা ছিল অধিকাংশই পার্বত্য বনাঞ্চল ৷ অন্য দিকে দক্ষিন দিকে উত্তর কোরিয়া যে অতিরিক্ত জমি পেয়েছিল তাতে ছিল Kaesong শহর এবং হান নদীর মোহানা যা জলপথ পরিবহনের জন্য প্রভূত উপযোগী ৷
Alamin publisher