কোরা বাংলা এতটা সাম্প্রদায়িক হয়ে উঠল কেন?

1 Answers   3.3 K

Answered 1 year ago

যখনই কোরা খুলবেন, এটা জায়েজ, ওটা না -জায়েজ, ইসলাম এই বলে, ঐ বলে এবং 'ভাইফোঁটা' নিয়ে ইসলাম কি বলে জাতীয় প্রশ্ন এবং আমার ধর্মটা বিজ্ঞানসম্মত, তোমারটা কুসংস্কার জাতীয় প্রশ্ন-উত্তর পড়লে প্রতিবর্ত ক্রিয়া বলে একটা ব্যাপার থাকে, সেটাই হয়েছে। ইসলাম কি বলে তাতে আমার কি?? আর শুধু কোরা নয়, সব সামাজিক মাধ্যমই এখন সাম্প্রদায়িক।

শুধু তাই না, এগুলোর সাথে সম্মত না হলে মন্তব্যে টেনে হিঁচড়ে ঝগড়ায় নামানোর চেষ্টাও হয়েছে।কোরায় দেশ বিরোধী, ধর্ম বিরোধী মঞ্চগুলো কবে খোলা হয়েছে তারিখ দেখে যদি বোঝার উপায় থাকে দেখুন। এক-একজনের মন্তব্য-তো এতো রাফ এবং রীতিমতো খিস্তি-খেউর যে বোঝার উপায় নেই এটা আদৌ সামাজিক কোনো ব্যাপার।

Fardin Ashik
fardinashik
422 Points

Popular Questions