Answered 2 years ago
ফেসবুক - আমি এই মাত্র ডাল দিয়ে ভাত মেখে খেলাম। feeling hungry !
কোরা - সময়ের সাথে সাথে কি কি বাঙালি খাবার হারিয়ে গেছে বা যাচ্ছে ?
ফেসবুক - আমি আজ বৃষ্টিতে ভিজলাম। feeling romantic !
কোরা - কী কী কারণে অ্যাসিড বৃষ্টি হয় ? এর ফলে কী ক্ষতি হয় ?
ফেসবুক - এই দেখ আমি বুড়ো হয়েছি ! feeling matured !
কোরা - ফেসবুকে যে নিজের ৬০,৭০,৮০ বছরের চেহারা দেখার আর শেয়ার করার হিড়িক চলছে, তার পিছনে কি কোনো রহস্য আছে ? এই সব অ্যাপ ব্যবহার করার আগে আমাদের কী সাবধানতা অবলম্বন করা উচিত ?
আশাকরি, পার্থক্যটা কিছুটা বোঝাতে পারলাম। তবে একথা অস্বীকার করব না যে সবকিছুরই কিছু ভালো দিক ও খারাপ দিক দুটোয় আছে। সেটা অনেকাংশেই নির্ভর করে ব্যবহারকারীর ওপর, তারা কিভাবে তা ব্যবহার করছেন তারওপর। পরিশেষ, তাই বলব যেটাই আপনি ব্যবহার করছেন চেষ্টা করুন তার থেকে যেন আপনি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন।
jannatul publisher