কোরায় আগে নাম গোপন রেখে প্রশ্ন করার অপশন ছিল। এখন সেই অপশনটা নেই কেন?

1 Answers   14.1 K

Answered 2 years ago

কোরায় আগে নাম গোপন রেখে প্রশ্ন করার অপশন ছিল। কিন্তু সম্প্রতি তা অনুমোদিত করা হয়নি। সেই অপশনটি না থাকার কিছু কারণ হতে পারে:

১. বেশী সম্ভাব্যতার সাথে, কোরা তাদের প্রশ্নদাতাদের নাম দেখাতে চায়। যা কোরার ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি করে।

২. নাম গোপন রাখার অপশন থাকলে বিষণ্ণতা ও দমনকারী মন্তব্যগুলো বেশি হতো। যা কোরার কথোপকথন শিল্পীত্বকে ক্ষতিগ্রস্ত করতো।

৩. নাম দেখালে প্রশ্নদাতারা আলোচনায় আরো সতীস্নতার সাথে অংশগ্রহণ করেন। যা আলোচনাকে আরো উজ্জ্বল, উৎসাহদায়ক এবং সরল করে।

Alamin
Alamin
463 Points

Popular Questions