Answered 2 years ago
ব্যাথা পায়।
গরুটিকে রশি দিয়ে তার চারটি পা টাইট করে বেধে দিয়ে মাটিতে ফেলে দেয়ার সময় পায়ে খুব ব্যাথা পায়। এর পরে পশুটির গলায় ছুরি বসানোর সময় আরেকবার ব্যাথা পায়।
যখন ছুরিটির পোস পশুর গলায় পড়ে তখন খুব ব্যাথা পায়। যখন ছুরি দিয়ে জবাই করতে থাকে তখনও খুব ব্যাথা পায়। নার্ভগুলো মাথায় সিগনাল পাঠায়। গরু এই কারনে ছটফট করতে থাকে এবং অনেক সময় গ্যাজ গ্যাজ আওয়াজ করে। ব্রেনে সিগনাল যাওয়া বন্ধ হতে সময় লাগে। এর আগেই রক্ত পড়ে সব ভেসে যায়। সেই সময় গরুটি নিস্তেজ হয়ে পড়ে এবং সবশেষে মারা যায়।
সবচেয়ে মানবিক উপায় হচ্ছে মাথায় একটা পিস্তল টাইপের কিছু দিয়ে শ্যুট করে গরুটিকে কিছু সময়ের জন্য অজ্ঞান করে দেয়া। এই পদ্ধতি উন্নত দেশগুলোতে ফলো করা হয়।
এরপরে হাল্কা করে দড়ি বেধে জবাই করে দিলে পশুটির শরীর থেকে রক্ত বের হয়ে যায়। পশুটি মারা যায়।
Arif Khondokar publisher