কোন হলিউড চলচ্চিত্রগুলি থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত?

1 Answers   13.4 K

Answered 1 year ago

বয়সের ভিত্তিতে সিনেমাকে কয়েকটি রেটিং এ বিভক্ত করা হয়েছে ! যেগুলি হল - ১) R , M , A রেটিং :- এই তিনটে রেটিং প্রায় একই ৷ এই রেটিং যুক্ত মুভি গুলিতে sex ,nude সিন , ড্রাগ ও অনান্য মাদক দ্রব্যের অতিরিক্ত সেবন , খুব ভায়োলেশন থাকে তাই এই সিনেমা গুলি ১৮+ অডিয়েন্স এর জন্য 2) PG রেটিং: এই মুভি গুলি বাচ্চাদের দেখা যাবে এবং এক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ দেওয়া উচিত কোনটা ঠিক বেঠিক , 3) PG 13 : এই মুভি গুলি 13 বছরের কম বাচ্চাদের দেখা উচিত নয় দেখলেও বাবা মায়ের সঙ্গে এক সঙ্গে দেখা উচিত এবং অভিভাবকদের গাইড করা দরকার 4) NC 17 : এই রিটিং যুক্ত মুভি গুলি17 বছরের নীচে বাচ্চাদের জন্য একেবারেই নিষিদ্ধ ,এতে প্রচুর adult সিন থাকে ৷ 5) G rated : এই রেটিং যুক্ত মুভি গুলি সকল বয়সের দর্শকদের জন্য .
Rion Ali
rionali
137 Points

Popular Questions