কোন স্ত্রী যদি জানতে পারে যে, তার স্বামী অন্য নারীর সাথে জরিয়ে তাকে ঠকাচ্ছে তাহলে সেই স্ত্রীর তার স্বামীর সাথে সম্পর্ক রাখা উচিত নাকি তাকে ত্যাগ করা উচিত?
0
0
1 Answers
5.6 K
0
Answered
1 year ago
তাকে ছেড়ে কিছুদিন দূরে থাকেন, তার জীবনে আপনার অনুপস্থিতি কোন প্রভাব ফেলে কিনা সেটা তাকে অনুভব করানোর চেষ্টা করুন এবং পরবর্তিতে বিবেচনা করে পারিবারিক বন্ধনটা অগ্রসর করুন। তবে একটি কথা চরিত্রহীন পুরুষকে বিশ্বাস করা খুব কঠিন তাদের মন এতটা নিকৃষ্ট থাকে যে পরিবর্তন হওয়াটা তাদের জন্য অনেক কঠিন। আল্লাহতালা হে আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। পারিবারিক জীবন স্বামী-স্ত্রীর সম্পর্কটাকে পবিত্র রাখার তৌফিক দান করুন।
jotikhatun publisher