কোন মেসেজিং অ্যাপ বেশি ব্যবহার করেন?

1 Answers   1.8 K

Answered 2 years ago

ফেসবুক মেসেঞ্জার আর ইমো ছাড়া মনে হয় প্রচলিত সব রকমের মিডিয়াতেই আছি। তবে কিছুদিন আগে একজন ফোন করে জানালো যে, আমাকে নাকি ইমো তে সার্চ করলে দেখা যায়।

আমার পরিচিত বন্ধু মহলের ৯৯.৯৯% এরই উপস্থিতি ফেসবুক মেসেঞ্জার আর ইমো তে। তার মধ্যে ফেসবুক এ থাকার ব্যাপার টা বুঝতে পারি, কিন্তু এই ইমো এর ব্যাপার টা কোনভাবেই বুঝে উঠতে পারিনা। আমি বেশ ঘুরিয়ে পেঁচিয়ে ২-৩ রকমের করে প্রশ্ন করি ইমো তে থাকার কারনের ব্যাপারে। সবাই ই প্রায় গাঁই গুঁই করে উত্তর দিয়েছে।

আমি কারো মোবাইল হাতে পেলেই ধরে ধরে WhatsApp ইনস্টল করে দেই। আমার অতি পছন্দের এ্যাপ এর তালিকায় হোয়াটসএ্যাপ প্রথমে আছে। এর পরে কাজের খাতিরে আমি QQ এবং WeChat ব্যবহার করি। Skype একসময় খুব বেশি ব্যবহার করতে হতো বা করতাম, কিন্তু ইদানিং স্কাইপ এর উপরে নির্ভরশীলতা কমে আসছে মনে হচ্ছে। তবে গত এক বছরে কয়েকবার Zoom ব্যবহার করেছি, কাজের জিনিস।

ব্যক্তিগতভাবে আমি সারাজীবন ই Hangouts ব্যবহার করেই যাবো মনে হয়। যদি না গুগল নিজে থেকে এটা বন্ধ করে দেয়। এছাড়াও একটু টেকনিক্যাল মানুষজনদের সাথে হাই হ্যালো এর জন্য Telegram এ্যাপ এ আছি।

এর বাইরেও গুগল এর Duo ভালো লাগছে ইদানিং, আমার কিছু বন্ধু ঔষধ কোম্পানিতে জব করে তাদের কে Viber এ পাই। Snapchat ইনস্টল করে রাখছি, কিন্তু ফিল্টার ইউজ করে মজার মজার ছবি তোলা ছাড়া অন্য কোন অপশনে মজা পাইনি।

Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions