কোন ব্যবসা করলে মাসে ৫০০০০ এর উপর আয় করতে পারি?

1 Answers   10.8 K

Answered 2 years ago

1)মোবাইল অ্যাপ বানিয়ে টাকা আয়

ভেবে দেখুন, আপনার তৈরি করা অ্যাপ যদি কমেও ২০ লোকেরা তাদের মোবাইলে ব্যবহার করছেন এবং প্রত্যেক ইউসার (user) থেকে আপনি প্রত্যেকদিন কমেও ১০ টাকা ইনকাম করছেন, তাহলে মাসে আপনার মোট ইনকাম হবে ২,০০,০০০/- টাকা।

2)ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা

যে সব দক্ষতা আপনার থাকতে হবেঃ

আয়োজন করার যাবতীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান

পরিকল্পনা করার মতো সক্ষমতা

উপযুক্ত বাজেট তৈরি করার মতো দক্ষতা থাকতে হবে

3)ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি ব্যবসা

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার ধাপ সূমহঃ

ব্যবসা পরিকল্পনা

মূলধনঃশুরুতে অল্প পরিমান মূলধন নিয়ে ব্যবসা শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা নিয়ে প্রথমে শুরু করা যায়। তবে, এ ধরনের ব্যবসা শুরু করার ক্ষেত্রে পর্যাপ্ত টাকার ব্যবস্থা আগেই রাখতে হবে।

দক্ষতাঃইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে অবশ্যই ইলেকট্রিক জিনিস সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

ব্যবসায়ের নামঃযে কোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই তার একটি সুন্দর নাম বাছাই করতে হবে। নামটি হতে হবে ছোট ও আকর্ষণীয়।

লাইসেন্সঃযে কোন ব্যবসার শুরুতেই লাইসেন্স করা জরুরি। লাইসেন্স করা থাকলে একটা ব্যবসা প্রতিষ্ঠান সব দিকে থেকে সুরক্ষিত থাকে।

স্থান নির্বাচনঃইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করার আগে একটি উপযুক্ত স্থান বাছাই করা সবচেয়ে জরুরি।

পণ্য সোর্স ও পাইকারি মার্কেটঃ ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হলো ঢাকার নবাবপুর এলাকায়। এখানে কয়েক হাজার দোকান রয়েছে যেখান এইসব পণ্য পাইকারি বিক্রি করা হয়। এছাড়া এখানে খুচরা ও বিক্রি করা হয়ে থাকে। এবং তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায়।

টার্গেট গ্রাহকঃ গ্রাহক যদি একটি বিশেষ বয়সের হয়ে থাকে তাহলে সে বয়সের গ্রাহকের কোন কোন গেজেট পছন্দ সে সব পণ্য দিয়ে দোকান সাজাতে হবে।

4)কমিউনিটি সেন্টার ব্যবসা

ব্যবসা এবং সুনাম দুই আছে এই ব্যবসায়।

এটি একটি আধুনিক ব্যবসার ধারণাও মোটামুটি ঝুকিঁ মুক্ত ব্যবসা ক্ষেত্র। এই ব্যবসায় লাভের পরিমাণ বেশি।

কমিউনিটি সেন্টার ব্যবসা সাইড ব্যবসা হিসাবে করা যায়।

এই ব্যবসায় একবার বিনিয়োগ করলে দীর্ঘ দিন আর বিনিয়োগ করতে হয় না। আধুনিকতার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে এই ব্যবসার চাহিদা।

এই ব্যবসাটি শুরু করে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

একটি বড় মানের মূলধন বিনিয়োগ করতে পারলে যে কোন উদ্যোক্তাই এই ব্যবসাটি শুরু করতে পারেন। যে কোন উদ্যোক্তাই এই ব্যবসাটিকে পেশা হিসেবে বেছে নিতে পারেন।

একটি উজ্জ্বলতর ক্যারিয়ার গঠনের লক্ষ্যে অনেক উদ্যোক্তাই এই ব্যবসাটি শুরু করতে আগ্রহী হয়ে উঠছেন।

5)জমি কেনা বেচা ব্যবসা

লাভজনকভাবে জমি কেনার জন্য, দেশের কেন্দ্রীয় অংশের সর্বাধিক জনপ্রিয় মহাসড়কের প্রত্যন্ত অঞ্চলগুলি সন্ধান করুন।

আপনি যদি স্থায়ীভাবে বসবাসের জন্য মূলধন বাড়ি তৈরি করার পরিকল্পনা না করেন তবে কৃষিজমি কিনুন।

নির্মাণাধীন গ্রামগুলিতে জমি কিনুন।

সাইটের জরুরি বিক্রয় সম্পর্কিত বিজ্ঞাপনগুলি দেখুন।

Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions