কোন ব্যবসা করলে দ্রুত কোটিপতি হতে পারবো? (আমার বাজেট ১০ লক্ষ টাকা)
3
0
1 Answers
1.9 K
0
Answered
1 year ago
রিয়েল এস্টেট অথবা ফিনান্সিয়াল সার্ভিস এর ব্যবসা করলে দ্রুত কোটিপতি হতে পারবেন তবে এ ধরনের ব্যবসায় যে পরিমাণ মূলধন দরকার হয় আপনার সেই পরিমাণ মূলধন নেই।
ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করার জন্য ডিলারশিপ ব্যবসা আদর্শ ব্যবসা হতে পারে। এক্ষেত্রে আপনার দশ লক্ষ টাকা ডিলারশিপ ব্যবসার জন্য নূন্যতম মূলধন হিসেবে ব্যবহার করতে পারেন।
antik publisher