কোন ব্যবসায় ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতিমাসে ২০০০০ টাকা লাভ পেতে পারি?

1 Answers   10.2 K

Answered 2 years ago

এক লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতিমাসে 20000 টাকার চেয়েও অনেক বেশি ইনকাম করা যায়। সেটা হলো গুড়ের ব্যবসা। প্রতিদিন কমপক্ষে 20 বস্তা চিনি কিনতে হবে সেটা দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করতে হবে প্রতি বস্তায় 400 টাকা করে লাভ হবে। এতে আপনার দৈনিক প্রায় আট হাজার টাকা লাভ হবে। প্রথমে কিছু খরচ করতে হবে। ধান সিদ্ধ করে যে ট্রেনে সেরকম তিনটা ট্রেন কিনতে হবে। 30 থেকে 40 পিস হাজী ক্রয় করতে হবে। একটা চুলা বানাতে হবে বড় আকারে। এরপরে কাজ শুরু করে দিতে হবে। সময় সল্পতার জন্য এখন আমাকে একটা জায়গায় যেতে হবে। তবে যাই হোক সব খরচ বাদ দিয়েও প্রতিদিন কমপক্ষে ৫হাজার টাকা লাভ হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন www.facebook.com/mawlana Reajul Islam

অথবা ফোন করুন 01756621604 ।


Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions