কোন ব্যবসাগুলো ১০ লক্ষ টাকার মধ্যে করা সম্ভব?

1 Answers   5.3 K

Answered 2 years ago

দশ লাখ টাকা বেশ ভালো অঙ্কের টাকা, যা দিয়ে হাজার রকম ব্যবসা করা সম্ভব। কিন্তু সবখানেই নিজে ঐ টাকার নিয়ন্ত্রণ রাখতে হবে, আর ব্যবসাটা নিজ হাতে করতে হবে। আপনি যদি সাহেব হয়ে বিনিয়োগকারী হিসাবে বাড়িতে লম্বা আয়েশি ঘুম দেন আরে আশা করেন যে অন্যারা ঐ টাকা খাটিয়ে লাভ করে এনে আপনাকে দেবে, তাহলে মোটামুটি মারা যাবে আপনার টাকা। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

আমার আপন ছোট ভাই ছিল এক মস্ত অপদার্থ, বি এ ফেল মেরে ঘুরঘুর করছিলো আর এক সেকেন্ডহ্যন্ড বউ ধরেছিল। তাকে আমি বললাম ট্যাক্সি চালানো শিখে নে, আর আমি কিছু টাকা দেই, তুই সোহাগ কোম্পানির কাছ থেকে একটা ট্যাক্সি কিস্তিতে নিয়ে চালা। একটা এ-সি লাগানো হলুদ ট্যাক্সি চালিয়ে প্রতিদিন ২০০০ টাকার বেশি রুজি করা যায়। রীতিমত গলায় টাই বেঁধে এসির ভিতর বসে আরামে গাড়ি চালা। ভাড়া দেবার দরকার নেই। কিচ্ছুক্ষণ চালিয়ে বিশ্রাম নে। আবার যখন ভালো লাগে চালা। আমি বহু লোককে চিনি যাঁরা নিজে ট্যাক্সির মালিক। আর তার থেকে মাসে কমপক্ষে ৫০০০০ রুজি করে, কিস্তির টাকা দেবার পরেও মাসে কমপক্ষে ৩৫০০০ টাকা থেকে যায়। কিন্তু কে শুনে কার কথা। আমার ঐ রত্ন ভাই টাকাগুলি দিয়ে বউকে সোনার গয়না কিনে দিয়ে গ্রামে গিয়ে বাপদাদার ভিটেমাটি সব বিক্রি করে এখন ভিখারি দশায় আছে। বউ ওকে ঘরে ঢুকতে দেয় না, কারণ ওর যা ছিলো সব সে এর আগেই হজম করে নিয়েছে।

এখন আপনি কি ব্যবসা নিজের হাতে করতে পারবেন ভেবে দেখুন। সকল ব্যবসাতেই কিছু গুমর বা বিজনেস সিক্রেট থাকে, যা না জেনে ঐ ব্যবসায়ে নামা কিছুতেই উচিত নয়। আপনি যদি Rent A Car ব্যবসা করতে চান, তাহলে একটা মাইক্রোবাস কিনে চালান। দশ লাখ টাকা দিয়ে বাকীটা কিস্তিতে দেবার ব্যবস্থা করেন, নতুন গাড়ি নেন। যদি নিজে গাড়ি চালান, মাসে এক লাখ টাকা পাবেন। আর যদি অন্যকে দিয়ে চালাতে চান, গাড়ি নিয়ে একদিন হারিয়ে যাবে, আর কোন খবর পাবেন না।

যদি নিজ হাতে ব্যবসা না করতে পারেন, তাহলে পোস্ট অফিস সঞ্চয় করুন, যাতে দশ লাখ টাকায় মাসে দশ হাজার টাকা লাভ পাবেন, তবে তিন মাসের লাভ একসাথে তিন মাস পরপর পাবেন। আপনার পুঁজিটা বেঁচে থাকবে। সামান্য কিছু ট্যাক্স দিতে হতে পারে।

সাবধান, নিজের আপন ভাইকে, বাবাকে, মামাকে কোনো দিন টাকা দিয়ে আশা করবেন না যে তারা আপনার টাকা ফেরত দেবার জন্য নিয়েছেন। যা দেবেন তা দান করেছেন ভেবে দেবেন। আমি কমপক্ষে ৭০ জনকে টাকা দিয়েছি, এই পর্যন্ত মাত্র তিন জনের কাছ থেকে আংশিক ফেরত পেয়েছি। আমার আপন ভাই, আপন ভাগিনা, আপন ভাগ্নি, আপন ভগ্নীপতি, চাচাত ভাই, চল্লিশ বছরের পুরাতন বন্ধু, কলিগ, ক্লাসমেট, ছাত্র, কর্মচারী সবাই একইভাবে টাকা নেবার পর ফেরত আর দিতে চায় না।

টাকা ব্যাংকে রাখুন।

বার বছর চাকরী করে আমি রুজি করেছি একদম হালাল তিন কোটি উনিশ লাখ টাকা, যার থেকে কর দিয়েছি ৫১ লাখ, আর নানা জনকে ধার দিয়েছি ৭৪ লাখ। ধারের টাকার মধ্যে এ পর্যন্ত ফেরত পেয়েছি (হাসবেন না ৪৪২০০ টাকা)। আমার রুজির টাকার সবচেয়ে উত্তম ব্যবহার হলো ২০১৫ সালে বিবিসহ হজ্ব করা, আর কয়েকবার কানাডায় গিয়ে ছেলে-মেয়ে, নাতি-নাত্নিকে দেখে আসা, আর কিছু জমি ও ফ্ল্যাট কিনা।

যান ব্যবসা করুন, নবিজির মতে রিজিকের ১০ ভাগের ৯ ভাগ আছে হালাল ব্যবসাতে। কিন্ত ঘুমন্ত বিনিয়োগ নয় নিজ হাতে কাজ করুন ।


Imon Rana
imonrana
477 Points

Popular Questions