Answered 2 years ago
ব্যাবসা তো অনেক আছে চলবে সারা জীবন , কিন্ত তার মধ্যে অন্যতম হলো, আপনাকে লজ্জা নিবারণ করার জন্য চাই কাপড় এবং ক্ষুধা নিবারণের জন্য চাই খাবার দ্রব্য।তাই কথায় আছে সুতি আর রুটি অর্থাৎ পোশাক আর খাবার,এই জাতীয় ব্যাবসা সারা জীবন শুধু চলবে তাই নয়, মানুষের প্রয়োজনের তালিকায় সবার উপরে থাকবে। আর যতই আপনার অভাব থাকুক না কেনো আপনার পরিবারের জন্য লজ্জা নিবারণ ও ক্ষুধা নিবারণ সবাইকে আগে মান্য দিতে হবে,তার পর আসে চিকিৎসা,যানবাহন ও মনোরঞ্জন সামগ্রী।
imonrana publisher