কোন বিষয়টা আপনার কাছে অবিশ্বাস্য?

1 Answers   7.2 K

Answered 2 years ago

নাম তাঁর বিল হাস্ট

সর্পমানব নামে তিনি অধিক পরিচিত।যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ১৯১০ সালে জন্মগ্রহণকারী হাস্ট শৈশব থেকেই সাপের প্রতি বেশ আগ্রহী ছিলেন। তিনি টাকার বিনিময়ে মিয়ামিতে দর্শকদের সামনে খালি হাতে সাপ ধরে বিষ সংগ্রহ করা দেখাতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সর্পমানব নিজ দেশের হয়ে বিমান সৈনিক হয়ে লড়েছেনও। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি সাপের খামার ও সাপের বিষ সংগ্রহের জন্য পরীক্ষাগার নির্মাণ করেন। তিনি ২০১১ সালে ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। খুব একটা অবিশ্বাস্য বিষয় মনে হলো না, তাই তো?

তবে শুনুন, এই ব্যক্তি দীর্ঘ প্রায় ষাট বছর ধরে সাপের বিষ নিজের শরীরে ঢুকিয়েছেন। ফলে তাঁর শরীরে সাপের বিষের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়। তিনি তাঁর এন্টিবডি সমৃদ্ধ রক্ত দানের মাধ্যমে অনেক সাপে-কাটা রুগীকে বাঁচিয়ে তুলেছেন। তিনি সারা জীবনে ১৭২ বার বিভিন্ন বিষাক্ত সাপের কামড় খেয়ে গিনিজ বুকে নাম লিখিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে ভবিষ্যতবাণী করেছিলেন যে তিনি ১০০ বছর বাঁচবেন। ১০০ বছরই বেঁচেছিলেন।


Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions