কোন বাংলা চলচ্চিত্রটি দেখলে খুব বেশি হাসি পাবে ও বাচ্চারা খুব আনন্দ পাবে?

1 Answers   4.6 K

Answered 2 years ago

বাংলাদেশি যেকোন মুভি বাচ্চাদের দেখালেই হবে। নির্দিষ্ট কোন সাজেশনের দরকার পরেনা। এর কারন হলো বাংলাদেশের প্রত্যেকটি চলচিত্র হলো সার্কাস শো। হিসেব করলে দেখা যাবে মুভির ডিরেক্টরদের থেকে বাচ্চাদের বুদ্ধি বেশি। বাংলাদেশের মুভিগুলোর সিরিয়াস সিনও কমেডি, রোম্যান্টিক সিনও কমেডি, একশন সিনও কমেডি। তাই বেশি বাছ বিচার না করে শিশুদের র‍্যান্ডমলি একটি মুভি দেখান। দেখবেন তারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে।
Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions