কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?

1 Answers   12.5 K

Answered 2 years ago

১। নিজের যোগ্যতার সাথে সঙ্গতিহীন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করার অভ্যাস,

২। অতীত কে ভেবে, বর্তমান কে গুরুত্ব না দেয়ার অভ্যাস,

৩। কারো সম্পর্কে, কোনো বিষয়ে সবিস্তারে না জেনে মন্তব্য করার অভ্যাস,

৪। প্রশংসায় কার্পণ্য, নিন্দা, সমালোচনায় মুখর হয়ে উঠার অভ্যাস,

৫। কুতর্ক করার অভ্যাস,

৬। আত্মসম্মান সম্পর্কে সচেতন না থাকার অভ্যাস,

৭। অন্যকে আহত করে, নিজের তৃপ্তি লাভ করার অভ্যাস,

৮। নিজের জীবনে যা কিছুই রয়েছে, সেটাকে নিজের চাইতে উন্নত অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে, দুঃখ বোধ করার অভ্যাস,

৯। কাউকে কথা দিয়ে, কথা না রাখার অভ্যাস,

Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions