Answered 2 years ago
'দ্যা আলকেমিস্ট' লেখক পাওলো কোয়েলহো।বইটি আমার মতে টিনএজে পড়া উচিৎ।যাতে জীবনের লক্ষ নির্ধারণে সুস্পষ্ট জ্ঞান মিলে।অন্য উপদেশ বা বাবা- মায়ের অপূরণীয় লক্ষকে নিজের লক্ষ না বানাতে হয়।নিজেই নিজেই স্বপন দেখবে এবং এতেই পরিপূর্ণ সাফল্য।
দ্যা আলকেমিস্ট” বইটি একটি জীবন দর্শন যা জীবন পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে।লেখক এখানে কিভাবে স্বপ্নের পেছনে ছুটতে হয় তার অবিশ্বাস্য পথে সন্ধান দিয়েছে। বলেছেন নিজের স্বপ্ন বা লক্ষ্যের কেউ যদি সিদ্ধান্ত নিতে পারে, তবে সে তার স্বপ্ন পূরণের অর্ধেক পদক্ষেপ নিয়ে ফেলে। বাকি কাজ শুধু সেই পথে লেগে থাকা।
পৃথিবীতে অনেক বড় বড় আবিষ্কার হতো না, যদি সবাই খুব প্র্যাক্টিকাল চিন্তা করতো বা পৃথিবীটা যেমন আছে তেমন ভাবেই মেনে নিতো। অসাধারণ উদ্ভাবন ও অর্জন তখনই সম্ভব, যখন মানুষ অসম্ভবকে উপেক্ষা করতে শিখবে।এই কথাই লেখক গল্পের মাধ্যমে তুলে ধরেছেন।
liza publisher