কোন বইটি আপনি আবার পড়তে চান যেন এটি প্রথমবার ছিল?

1 Answers   3.6 K

Answered 1 year ago

আমি সমরেশ মজুমদারের গর্ভধারিণী বই টি আবারো পড়তে চাই। বইটিতে এত সুন্দর করে চার জন তরুণ তরুণীর দেশের প্রতি প্রেম,দেশের মানুষের প্রতি প্রেম ব্যক্ত করা হয়েছে,যে কারোর কাছে বইটি ভালো লাগতে বাধ্য! জয়ী,কল্যাণ, সুদীপ আর আনন্দ মিলে অনেক অসাধ্য সাধন করে ফেলে,যেগুলো হয়তো আইনের চোখে আপাতদৃষ্টিতে খারাপ বা অন্যায়, কিন্তু দেশের জন্য,দেশের মানুষের জন্য কল্যাণকর। এই বইটি নিয়ে আরো কিছু কথা বলার লোভ সামলাতে পারছি না 😄 জয়ীঃধনী বাবা মায়ের একমাত্র মেয়ে,ভালো ছাত্রী। তবে মেয়েলি কোনো ব্যাপার তার মধ্যে নেই।তার বাবা মা নিজেদের মত জীবন উপভোগ করে বেড়ায়।কিন্তু এই ছেলে ছেলে স্বভাবের মেয়ের মধ্যেই এত পরিবর্তন আসবে,কে জানতো? কল্যাণঃ অত্যন্ত ভীতু স্বভাবের এবং অনেক দরিদ্র ঘরের ছেলে বলা যায় তাকে। কিন্তু এই ভীষণ ভীতু ছেলে কত গুলো মানুষের জীবন বাঁচায়,নিজের জীবনের পরোয়া না করে, সেই গল্পটা জানতে হলে আপনাদের বই টা পড়তেই হবে! সুদীপঃখুব তাড়াতাড়ি মেজাজ খারাপ হয়ে যায় বেচারার আমার মতো। কিন্তু খুব সুন্দর মাথা ঠাণ্ডা রেখে বড় বড় ধ্বংসযজ্ঞ করতে ওস্তাদ তিনি। ধনী বাবার একমাত্র ছেলে।মা গুরুতর অসুস্থ। বাবার সাথে বনিবনা নেই একদম। দুষ্টু স্বভাবের এই সুদীপের প্রেমে পড়তে বাধ্য যেকোনো মেয়ে।এই ছেলে কিন্তু ভাই জাতে মাতাল, তালে ঠিক।শেষ পর্যন্ত এই বাবাজি দেখবেন,কিভাবে আপনার মনোযোগ ধরে রাখেন। আনন্দঃসবকিছুর পরিকল্পনা থেকে শুরু করে এই গল্পের সবচেয়ে ঠান্ডা মাথার লোক হচ্ছে ইনি। বিপ্লবী বাবা আর সাহসী মায়ের একমাত্র সন্তান। চরিত্র গুলো এত সুন্দর করে সাজিয়েছেন ভদ্রলোক, এই উপন্যাস বার বার পড়তে মন চাইবেই আপনার! সম্পূর্ণ প্রতিকূল এক জায়গায় গিয়ে,সেখানকার মানুষের জীবনে কি সুন্দর এক পরিবর্তন আনে এই চার চরিত্র,গল্পটা না পড়লে বুঝতেই পারবেন না! এরকম আরো সুন্দর সুন্দর উপন্যাস পড়ে থাকলে আমাকে জানাবেন প্লিজ! আমার কয়েক বছর আগের একটি 'মনোযোগ দিয়ে উপন্যাস পড়ার ছবি যুক্ত করে দিলাম '🫣
Bivor Tuhin
bivortohin
136 Points

Popular Questions