Answered 3 years ago
স্মার্ট ফোন জিনিসটা বাজারে এনেছে Apple কোম্পানি। তাদের iPhone হল বিশ্বের প্রথম স্মার্ট ফোন। এই স্মার্ট জিনিসিটা কি? এটা হল ক্ষুদ্র একটি কম্পিউটার। ২০০৭ সালে বাজারে আসে প্রথম iPhone, যা এক জাদুকরী প্রভাব ছড়ায় বিশ্বব্যাপী। সাধারন ব্যবহারকারী হয়ত খেয়াল করেনি, তবে এই ফোন স্মার্ট হবার সবচেয়ে বড় কারন হল এর apps library (iTune)। ইচ্ছেমতন বিভিন্ন Apps (সফটওয়্যার) ডাউনলোড করে ইনস্টল করা যায়।
কয়েক বছরের মধ্যেই google বাজারে আনলো Android যেটিতে একই ধরনের সুবিধা রয়েছে। এই Android আসার পরে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি, তাদের ফোনে এই প্রযুক্তি ব্যবহার করতে লাগলো। একই ধরনের জিনিস, অনেক কম মূল্যে পাওয়া গেল।
আপনারা বিখ্যাত ব্যাগ উত্পাদনকারী কোম্পানি Louis Vuitton চিনেন। ইংরেজি অক্ষরে LV লোগোটি আপনার খুব পরিচিত। তাদের ব্যাগগুলির মূল্য অনেক বেশী। প্রতি বছর তারা অবিক্রীত ব্যাগগুলি আগুনে পুড়িয়ে নষ্ট করে। হ্যা, আগুনে পুড়িয়ে ফেলে, তবুও ডিসকাউন্ট বা কম মূল্যে বিক্রি করে না। Apple কোম্পানির ব্যবসার পদ্ধতিও ঠিক তেমন। ওরা উচ্চমুল্যে বিক্রি করবে, কেউ না কিনলে ফেলে দিবে, কিন্তু কম মূল্যে বিক্রি করবে না। খুজে দেখুন, বিশ্বের কোথাও পুরাতন মডেলের (অব্যবহৃত ) iPhone কম মূল্যে পাবেন না। পুরাতন মডেলের অবিক্রীত ফোনও উচ্চ্মুল্যে বিক্রি করে, নইলে ফেলে দেয়।
এভাবে বিভিন্ন কৌশলে, iphone এর উচ্চ্মুল্য ধরে রাখে। তারা উচ্চমুল্যে বিক্রি করে, মানুষ ব্র্যান্ড ও স্টাটাস এর জন্য এসব উচ্চ্মুল্যে কিনে। আসলে iPhone এত দামী হবার আর কোন কারন নেই। একটি iphone এর দামে, একই ক্ষমতাসম্পন্ন Samsung এর তিনটা ফোন কেনা যায়।
আপনি বিভিন্ন ফোন এর টেকনিকাল দিকগুলি দেখুন, তুলনা করুন। নিজে না বুঝলে, বিভিন্ন রিভিউ দেখুন। কোন দিক থেকেই iPhone সেরা নয়। এটি শুধু দামে সেরা।
dekshasharma publisher