Answered 2 years ago
প্রত্যাশা পূরণের ফাঁদে পড়ে সবচেয়ে বেশি মানুষ কষ্ট পাচ্ছেন বলে আমার মনে হয।
প্রেমের ফাঁদে পড়ে বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পান বলে এক সময় আমার মনে হতো। কিন্তু বাস্তবে দেখেছি প্রেম কথাটা কথার জন্যই সুন্দর এবং সত্যি বাস্তবে প্রেমবোধ এমনি সত্য এবং অকৃত্রিম যে এখানে ছল বা ফাঁদের কোন অবকাশ নেই।
তাই প্রত্যাশা পূরণ ই আমি উত্তর হিসেবে বেছে নিলাম।
lionahmed publisher