Answered 2 years ago
কম্পিউটার প্রোগ্রামিং এর দুনিয়ায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো শুধু একটা ভাষা বা টুলস। যেকোনো একটি ভালোভাবে জানলে অন্য আরেকটি সহজেই বোঝা যায় এটা ঠিক। কিন্তু একটা ভাষাই প্রোগ্রামিং এর সবটুকু নয়। এর সাথে আরো অনেক বিষয় জড়িত।
খুব ভালো ইংরেজি শিখলেই কিন্তু একজন ইংরেজ কবি হওয়া যায় না। এর জন্য যেমন সাহিত্যের জ্ঞান থাকা লাগে, তেমনি একটা প্রোগ্রাম কিভাবে মেশিনের সাথে যোগাযোগ করে এটা না বুঝলে ভালো প্রোগ্রামার হওয়া কঠিন।
C language হলো কম্পিউটার হার্ডওয়্যারের সবচেয়ে কাছের ল্যাঙ্গুয়েজ। একে বলা হয়, "ফাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ"। C শিখলে আপনি অল্প অল্প করে প্রোগ্রামিং শিখবেন, কিন্তু খুব গভীরভাবে শিখবেন কিভাবে এটি মেশিনের সাথে কাজ করছে। আরো ভালো হয় Assembly Language সম্পর্কে ব্যাসিক জানলে।
তাই আমার মতে সবার উচিত প্রথমেই C/C++ শেখা, এরপর অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজে যাওয়া। ধন্যবাদ!
rahdulislam publisher