কোন প্রোগামিং ভাষা কোন কাজে লাগে এবং কোনটা দিয়ে কী কী করা যায়?

1 Answers   8.4 K

Answered 2 years ago

একেকটি প্রোগ্রামিং ভাষা একেকরকম প্রোগ্রাম তৈরি করতে উপযোগী। তবে একটি প্রোগ্রাম যদি C++/C# দিয়ে তৈরি করা হয়, সেই একই প্রোগ্রাম আবার Python/C অন্যান্য ভাষা দিয়েও তৈরি করা সম্ভব। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে Efficiency. আপনি যেই ভাষায় দক্ষ আপনি সেই ভাষা দিয়েই প্রায় সব রকম প্রোগ্রাম তৈরি করতে পারবেন। আবার দেখা যাবে একই প্রোগ্রাম অন্য কোনো ভাষায় আরো কম কোড লিখে বা লাইব্রেরী ব্যবহার করে আরও সহজেই করা যাচ্ছে। তবে সব ভাষা দিয়েই প্রায় সব রকম প্রোগ্রামই তৈরি করা সম্ভব। তবে একাধিক ভাষা জানা থাকাটা আপনার কাজ সহজ করতে পারে অনেকটা।

তাই নির্ধারিত ভাবে বলাটা ঠিক হবে না, যে এই ভাষা দিয়ে কেবল এই প্রোগ্রামই তৈরি করা যাবে।

যেমন PHP ব্যবহার করে বেশির ভাগ ওয়েব সাইট তৈরি করা হয়ে থাকে। আবার অনেক ওয়েব সাইট তৈরি করতে C/C#/C++/Python ও ব্যবহার করতে দেখা যায়। সুতরাং আপনি যেকোনো প্রোগ্রাম যেকোনো ভাষা দিয়ে তৈরি করতে পারবেন যদি আপনি দক্ষ হয়ে থাকেন।

Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions