Answered 2 years ago
আমাদের সমাজের কিছু আচরণগত বিষয়াবলী আছে যাকে ইংরেজিতে বলে Etiquette And Manner. যা আমাদের সমাজে শৈশবের শিক্ষা নামে পরিচিত।
পরিস্থিতি ভেদে চুপ থাকার বিষয়টি ও এই Etiquette And Manner এ অন্তর্ভুক্ত।
১/আপনি যখন কোনো সমাবেশ (এখানে সমাবেশ বলতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ বোঝানো হচ্ছে না) বা মিটিং এ আপনি কথা বলছেন কিন্তু অধিকাংশই যদি আপনার কথা ignore করে যায় তাহলে আপনাকে অবশ্যই চুপ করে যেতে হবে।
২/ বড়ো বা শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সামনে, হোক তারা আপনার বাবা-মা কিংবা চাচা-চাচী, উনারা যখনি কথা বলা শুরু করবেন ঠিক তখনই আপনার চুপ হয়ে যাওয়া উচিত।
৩/ আপনি যখন ই কারো সাথে উত্তেজিত হয়ে কথাবার্তা বলতে বলতে বুঝতে পারছেন যে আপনারা ঝগড়ার দিকে এগোচ্ছেন, তখনি আপনার চুপ হয়ে গিয়ে মাটির দিকে তাকানো উচিত। কারণ আপনি যখন ঝগড়াঝাটি করবেন তখন আপনার মাথায় রাগ উঠবে আর এই রাগ কিন্ত হাজারটা রোগের কারণ এবং একই সাথে হাজারো কুকর্মের উৎস।আপনি চুপ হয়ে গেলে পানি এতদূর গড়াবে না।
৪/কেউ আপনার সামনে যদি আপনাকেই কোনো মিথ্যা অপবাদে গালমন্দ করে তাহলে আপনি চুপ হয়ে যাওয়াটা উত্তম। আমি নিজে থেকেই এই বিষয় শিখেছি।আপনাকে আজ যে গালমন্দ ও মিথ্যা অপবাদ এ জড়াচ্ছে সেই দেখবেন আপনাকে একদিন নম নম করবে, আপনার কাছেই সাহায্য চাইবে।কারণ, বাংলাতে একটি প্রবাদ আছ,
যে ফুল নিন্দে
সে ফুল পিন্দে, সে ফুলের তলে বইয়াই
জনক আমার কান্দে।
riyazul.islam publisher