Answered 2 years ago
আমার ভালোমতোই মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করতে চান আর তাই জন্য সব পরামর্শ নিয়ে আট ঘাট বেঁধে পৃথিবী ছেড়ে চলে যাবেন। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আপনার আয়ু যতদিন আছে ততদিন আপনি কেন, দুনিয়ার কেউই আপনাকে পৃথিবীর বুক ছিঁড়ে বের করতে পারবে না। কথাতেই তো আছে, "রাখে আল্লাহ মারে কে! " ঠিক কিনা!
হ্যাঁ আমি জানি আমাদের জীবনে একেকসময় এমন কঠিন পর্যায় আসে যখন মনে হয় মৃত্যুই একমাত্র মুক্তি কিন্তু ভেবে দেখুন তো আপনি চলে গেলে আপনি না হয় বেঁচে গেলেন কিন্তু আপনাকে বাঁচাতে গিয়ে যেই মা মরতে বসেছিলেন এককালে, তার কি হবে ?
যেই বাবা আপনাকে বাঁচাতে গিয়ে রোজ নিজের রক্ত জল করে ফেলে এসেছে তার কি হবে?
আচ্ছা আমি ধরে নিলাম আপনার বাবা, মা, পরিবার কেউ নেই, তবুও আপনি নিজের জন্য বাঁচতে পারেন না। ভুলে যান তাদের, যাদের জন্য আপনি কষ্ট পেয়ে আজ মরতে চাইছেন। তারা তো ভালোই আছে, দিব্যি আছে, আপনি কেন মরবেন তাহলে?
"জন্ম, মৃত্যু, বিয়ে — এ তিন বিধাতা নিয়ে।"
নিজেকে ভালোবাসুন ভাই, নিজের জন্য বাঁচুন। সান্ত্বনা দিচ্ছি না আমি কারণ আমি জানি কোন পর্যায়ে গেলে মানুষ যে সবথেকে বেশি যাকে ভালোবাসে অর্থাৎ নিজেকে, সেই নিজেকেই নিজে শেষ করার কথা ভাবে। অনুরোধ করছি ভাই, এমন কোনো কাজ করবেন না বা করার কথা ভাববেন না। হয়ত আমার লেখা পড়ার পর আপনি গোপন হয়ে যেতে পারেন কিন্তু তখনও বলছি, আড়ালে এমন টি করবেন না। পৃথিবী টা অনেক বড়, অনেক মানুষ আছে। জীবন টা কিন্তু অনেক ছোট। আর এই ছোট্ট জীবন টা কে নিজের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে আরো ছোট করার কথা ভাববেন না।
ভাল থাকবেন ভাই। আপনার জন্য আমার দোয়া রইল। আপনি যেন ভালো থাকতে পারেন।
belaluddin publisher