Answered 2 years ago
৭ জানুয়ারি, ২০১১ তারিখে বিএসএফের হাতে নিহত হওয়ার সবচেয়ে মর্মান্তিক ঘটনা ফেলানী হত্যাকাণ্ড। সীমান্তের বেড়ায় ঝুলন্ত তার মৃত দেহ ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। খুনীকে "পর্যাপ্ত এবং চূড়ান্ত প্রমাণের" অভাবে বেকসুর খালাস করা হয়। কিন্তু ফেলানীর স্মৃতি আমাদের মনে বিএসএফের নৃশংসতার প্রতীক হিসেবে রয়ে গেছে।
ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশীদের হত্যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। এ বছর ইতোমধ্যে প্রথম সাত মাসে ২৯ জন নিহত হয়েছে। নিহতরা কোন আগ্নেয়াস্ত্র বহন করছে এমন কোন উদাহরণ পাওয়া যায়নি।
anikabanu publisher