কোন ধরণের মেয়েদের সাথে সম্পর্কে যাওয়া উচিত নয়? কোন ধরণের মেয়েদের বিয়ে করা উচিত নয়?

1 Answers   10.1 K

Answered 2 years ago

আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করি।গত মাসে এক মেয়ের কাছে প্রকোজ পাবার পর সামনে পরিক্ষার অযুহাতে তাকে ব্লক দেই আর তার সাথে পাকাপাকি কথা রাখি যে পরিক্ষার পর কথা হবে।সত্যি বলতে মেয়েটা সুন্দর ছিল আর মেয়েদের সৌন্দর্যই ছেলেদের কাম্য থাকে।সত্যি বলতে আমার কোনো পরিক্ষা ছিল না শুধু মিথ্যা বলছিলাম এইটা দেখার জন্য যে সে সত্যি অপেক্ষা করতে পারে কি না।

ঠিক তার ৫ দিন পর যখন তাকে আনব্লক করলাম তখন জানতে পারলাম তার নতুন bf সম্পর্কে। এতে আমি মোটেও হতবাক হই নি।

এবার আসা যাক আপনার প্রশ্নের উত্তরে।প্রথমত বিয়ে কাকে করবেন এই বিষয়ে আমার অভিজ্ঞতা শূন্য, তবে কার সাথে প্রেম করতে পারেন সেটা নিয়ে বলছি।

১.যদি কোনো অপরিচিত মেয়ে বা ২/১ দিনের পরিচিত এরকম কোনো মেয়েকে আপনি প্রোপোজ করার পর মেয়েটার সেই প্রোপোজাল accept করার সম্ভাবনা বেশি থাকে কিংবা ২/৩ দিনের পরিচয়ের পর কোনো মেয়ে যদি আপনাকে প্রোপোজ করে,আল্লাহ ওয়াস্তে সেই মেয়ের থেকে দূরে থাকেন।

২.attitude নয় বরং আপনি একজন ছেলে মনুষ এই কারণে যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলতে না চায় তাহলে আলহামদুলিল্লাহ u have found the gold...

৩.ছেলে বেস্ট ফ্রেন্ড আছে এরকম মেয়ের bf হবার চাইতে Doreamon দেখে সময় কাটানো ভালো

৪.খুব দ্রুত প্রেম হয় কিন্তু ভালোবাসা যায় না।মেয়ে নির্বাচনের সময় বিষয়টা মাথায় রাখতে পারেন।

৫.আপনি যতই অর্থশালী হোন না কেন যদি কারো সাথে রিলেশনে থাকেন সবসময় তাকে এটা বোঝাবেন যে আপনার হাত শূন্য। যদি এর কিছুদিন পর আপনার ব্রেক আপ হয় তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিয়েন।আল্লাহ বাচাইচে আপনারে।

৬.সোস্যাল মিডিয়াতে বেশি active মেয়েদের এড়িয়ে চলুন।আর হ্যা কোরায় আসক্ত কোনো মেয়েকে যদি পছন্দ করেন তাহলে বিষয়টা আলাদা।

Liza Khatun
liza
408 Points

Popular Questions