কোন জীব পিঠে করে ঘর-বাড়ি নিয়ে চলাচল করে?

1 Answers   3.3 K

Answered 2 years ago

উত্তরটা কচ্ছপ/কাছিম…হবে না।


আমি জানি না কেন, তবে অনেকের মনেই ধারণা আছে যে কচ্ছপের গায়ের শক্ত খোলসটি আসলে একটা প্রাকৃতিক বাড়ি/জামার মত; এটাকে সে ইচ্ছা করলেই গা থেকে খুলে ফেলে দিতে পারে, এবং অবসর মত আবারও গায়ে পরে নিতে পারে, বা বাড়ির ছাদের নিচে মাথা গোঁজার মত টুক করে ভিতরে সেঁধিয়ে যেতে পারে এবং যখন ইচ্ছা আবার বেরিয়ে আসতে পারে। সম্ভবতঃ কার্টুন চরিত্রদের দেখে দেখে মানুষের মনে এই সব আজগুবি ধারণা তৈরি হয়েছে।

পুরো ধারণাটাই যে ভুল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

কাছিম ও কচ্ছপের কঙ্কাল দেখলে বোঝা যায় যে খোলসটি আসলে তার পিঠের শিরদাঁড়া ও বুকের পঞ্জরসমূহের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত। তাই সেটা খুলে ফেলা/তার ভিতরে ঢুকে যাওয়া অসম্ভব, অন্ততঃ প্রাণীটিকে মেরে না ফেললে অসম্ভব তো বটেই।

বিশ্বাস না হলে এই ছবি দেখে নিন।

কাজেই, খোলসবিহীন কূর্ম নগ্নও নয়, গৃহহীনও নয়, বরঞ্চ মৃত!


এই প্রশ্নের কোনও সঠিক উত্তর হওয়া সম্ভব নয়, কারণ এই রকম কোনও প্রাণীর অস্তিত্ব নেই। যুক্তিসঙ্গত উত্তরের সবচেয়ে কাছাকাছি যেতে পারে : Hermit Crab বা সন্ন্যাসী কাঁকড়া। এদের গায়ে অন্যান্য কাঁকড়ার মত শক্ত খোলস থাকে না, তাই এঁরা শঙ্খ বা শামুক ইত্যাদি মৃত প্রাণীর ফাঁকা খোলস খুঁজে তাতে ঢুকে বসে থাকে, এবং তাকে নিজের শরীরে বহন করে। কিন্তু এ ক্ষেত্রে সেই শক্ত খোলসটি যেহেতু কাঁকড়াটির বাসস্থান নয়(বাসস্থান জীবনধারণের জন্য আবশ্যক হয় না, এবং বাসস্থানের মধ্যে প্রাণী ইচ্ছা করলে সন্তানধারণ বা খাদ্য সংগ্রহের মত কাজ করতে পারে, যা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা বড়জোর একটা বর্ম বলা যেতে পারে)। তাই এটাও ১০০% সঠিক উত্তর নয়।

কাজেই, খোলসবিহীন কূর্ম নগ্নও নয়, গৃহহীনও নয়, বরঞ্চ মৃত!

এই প্রশ্নের কোনও সঠিক উত্তর হওয়া সম্ভব নয়, কারণ এই রকম কোনও প্রাণীর অস্তিত্ব নেই। যুক্তিসঙ্গত উত্তরের সবচেয়ে কাছাকাছি যেতে পারে : Hermit Crab বা সন্ন্যাসী কাঁকড়া। এদের গায়ে অন্যান্য কাঁকড়ার মত শক্ত খোলস থাকে না, তাই এঁরা শঙ্খ বা শামুক ইত্যাদি মৃত প্রাণীর ফাঁকা খোলস খুঁজে তাতে ঢুকে বসে থাকে, এবং তাকে নিজের শরীরে বহন করে। কিন্তু এ ক্ষেত্রে সেই শক্ত খোলসটি যেহেতু কাঁকড়াটির বাসস্থান নয়(বাসস্থান জীবনধারণের জন্য আবশ্যক হয় না, এবং বাসস্থানের মধ্যে প্রাণী ইচ্ছা করলে সন্তানধারণ বা খাদ্য সংগ্রহের মত কাজ করতে পারে, যা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা বড়জোর একটা বর্ম বলা যেতে পারে)। তাই এটাও ১০০% সঠিক উত্তর নয়।


Tonmoy Shek
tonmoyshek
536 Points

Popular Questions