কোন জিনিসটা আপনি জীবনে কখনোই কিনবেন না?

1 Answers   3.3 K

Answered 2 years ago

খুব সম্ভবত এটি একটি আই ফোন! কারণ এই জিনিসটি কেন যেন আমাকে খুব একটা টানে না।


ভবিষ্যতে যদি কোন দিন এমন বড়লোকও হয়ে যাই যে আইফোন কেনার সামর্থ্য হয়ে যায়। (এখনো হয় নাই। হবে কিনা জানিও না) তবুও এটি কেনার আগ্রহ বোধ করি না।


কারণ যেখানে ২০-৩০ হাজার টাকার স্মার্ট ফোনেই আমার প্রয়োজন মিটে যায়, সেখানে ৭০-৮০ হাজার কিংবা ১ লাখ টাকা দামের ফোন কেনা আমার কাছে বরাবরই বিলাসিতা।


তবে আমি বলছিনা যে আইফোন খারাপ অথবা অন্য কোন কমতি আছে। নিঃসন্দেহে তারা তাদের গুণগত মানের দিক থেকে সেরা আর সে কারণেই মার্কেট লিডার হয়ে ক্রেতাদের সন্তুষ্টি দিয়ে যাচ্ছে।


যদি সামর্থ্য থাকে তবে সেই অতিরিক্ত টাকা দিয়ে আমি হয়ত অন্য কারো প্রয়োজনটা মেটাতে পারবো। হতে পারে আমার পরিবারের অন্য কারো অথবা না রাস্তায় না খেয়ে থাকা পথ শিশুটার চাহিদা মেটানোর চেষ্টা করবো।


একই রকম ভাবে দরকারে অতিরিক্ত একটা শার্ট অথবা বেদরকারি ভাবে খরচ গুলো কমিয়ে আনলে আমার মতে অল্পতেই সুখী হওয়া যায়। আর সেই সাথে নিজের আশে পাশের মানুষ গুলার চাহিদাও যদি মেটানো যায় তবে এই সমাজটাই সুখী সমাজে পরিণত হতে খুব বেশি অসুবিধা হবে না আশা করি।


এই প্রশ্নটিতে আমাকে কেউ উত্তর দিতে অনুরোধ করেনি। তবে প্রশ্নটি দেখে উত্তর দেওয়ার লোভ সামলাতে পারলাম না। লেখাটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।


Seeam Khan
seeamkhan
517 Points

Popular Questions