Answered 2 years ago
হীনমন্যতা inferiority complex
অতিরিক্ত লোভ লালসা greed
অতিরিক্ত উচ্চাশা overambitious
নেতিবাচক চিন্তাধারা negative attitude
দীর্ঘসুত্রিতা Tardiness
সন্দেহ প্রবণতা suspicious nature
অলসতা laziness
নিষ্ঠুরতা Cruelty
জীবনে সফলতা আনতে হলে কালিপ্রসন্ন ঘোষের এ কবিতাটা স্মরণ রাখলে সাফল্য অর্জন করার পর সুগম হবে।
পারিব না
কালীপ্রসন্ন ঘোষ
পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব এক বার,
পাঁচ জনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
এক বারে না পারিলে দেখ শত বার৷
পারিব না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার,
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি না ক তাদের আকার
তবে কেন পারিব না বল বার বার?
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তবে নাম জলে,
আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার
পারিব বলিয়া সুখে হও আগুসার৷
Rubayat publisher