Answered 2 years ago
বৃত্তাকার পথে কোনো বস্তুর বেগ আচ্ছা ধরো আমি বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছি হবে !
বৃত্তাকার পথে যদি আমি সাইকেল চালাই, আমার সাইকেলের হ্যান্ডেল সর্বদা এক দিকে কাত হয়ে থাকবে তাই আমার সাইকেলের গতির অভিমুখ সর্বদা পরিবর্তিত হবে। তাই আমার গতিবেগের দিক সর্বদা পরিবর্তিত হবে। আর আমি যদি প্যাডেল করার স্পীড যদি বাড়াই বা কমাই আমার গতিবেগের মান তাহলে বাড়বে বা কমবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে গতিবেগ বলতে এখানে তাৎক্ষণিক গতিবেগ এর কথা বলা হয়েছে কারণ বৃত্তাকার পথে নেট সরণ যদি শুন্য হয় তবে নেট গতিবেগ শূণ্য হবে।
fensinahar publisher