কোন কোন পেশার প্রয়োজন অদূর ভবিষ্যতে ফুরিয়ে যাবে বলে আপনি মনে করেন?

1 Answers   1.5 K

Answered 2 years ago

প্রযুক্তি এবং সভ্যতার অগ্রগতির সাথে সাথে অনেক পেশা বিলুপ্ত হয়েছে, এবং ভবিষ্যতেও হবে। এরকম কয়েকটি পেশার মধ্যে বলতে পারি-

১. ট্যাক্সি ক্যাবের ড্রাইভার- খুব শীঘ্রই ২০২৫ থেকে ৩০ সালের মধ্যেই বেকার হয়ে যাবেন বলে আমার ধারণা। কারণ সেল্ফ ড্রাইভিং গাড়ির জন্য যে হারে গবেষণা এবং প্রতিযোগিতায় নেমেছে কার কোম্পানি গুলো, তাতে পেশাদার ড্রাইভারদের পেশা সত্যিই হুমকির মুখে পড়তে যাচ্ছে। হয়ত ভাড়ী ট্রাক বা লড়ির চালকেরা পেশা বাঁচাতে পারবে, কিন্তু ট্যাক্সিক্যাব ও প্রইভেটকার চালকেরা বেকার হবে শীঘ্রই।

২. ব্যাংকের ক্যাশিয়ার- আমি গত প্রায় ছয় মাস ব্যাংকে যাইনি লেন-দেনের ব্যাপারে। রিসাইকেলার মেশিনে টাকা জমা দিই আবার সেই মেশিন থেকেই তুলি। ক্রেডিট কার্ড সহ যাবতীয় বিলের টাকা অনলাইনেই দিয়ে দিই। আমার ধারণা ব্যাংকে ক্যাশ কউন্টারের লোক সংখ্যা কমবে ভবিষ্যতে। হয়ত শূণ্য হবেনা। বাট টাকা জমা এবং তোলার ব্যাপারে মেশিনের ব্যবহার মাত্রারিক্ত বাড়বে এবং গ্রাহকের ফিজিক্যালি ব্যাংকে যাবার হার কমবে। এতে ক্যাশকাউন্টারের সংখ্যা এবং এ সংক্রান্ত এমপ্লয়ি কমবে।

৩. পোশাক শ্রমিক- এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে প্রচুর পরিমাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে এখন একজন শ্রমিক একসাথে বহু শ্রমিকের কাজ করতে পারছে। তাতে ভবিষ্যতে এখাতে বহু শ্রমিক বেকার হবে। বিশেষত সেলাইয়ের কাজে জড়িত নারী শ্রমিকেরা চাকরির ঝুঁকিতে পড়বে সবথেকে বেশী।

Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions