Answered 2 years ago
কোন কোন অ্যাপ ফোনে রাখা উচিত তা মূলত ব্যক্তিচাহিদার উপর নির্ভরশীল। আমি আমার দিক থেকে উত্তরটা দিচ্ছি।
আমার মতে স্মার্টফোনে এপসের সংখ্যা যথাসম্ভবকম রাখা উচিত। নাহলে একদিকে যেমন ফোনের পারফরম্যান্স স্লো হয়ে যায়, অন্যদিকে এগুলো মনের জন্য ডিসট্র্যাকশন হিসেবে কাজ করে।
গুগলের বেসিক অ্যাপগুলো ব্যবহার করতে আমার ভালোলাগে। এখনকার ফোন গুলোয় বেশিরভাগই প্রি-ইন্সটলড থাকে। গুরুত্বপূর্ণ হতে পারে, এমন কয়েকটা হলো:
Google Maps
Google Earth
Google Translate
Google Keep
Google Lens
Google Tasks
PhotoScan by Google
অ-গুগল যে অ্যাপগুলো রাখা যেতে পারে:
WPS Office (doc, ppt, xls, pdf সহ বিভিন্ন ডকুমেন্ট ওপেন করার ভালো একটা অ্যাপ)
ShareIt
Ridmik Keyboard
Twilight (ফোন স্ক্রিন থেকে নিরগত চোখের জন্য ক্ষতিকর ব্লু লাইট ফিল্টার করে )
MX Player (ভালো একটা ভিডিও প্লেয়ার)
ফোনে প্রি-ইনস্টল করা অ্যাপগুলো দিয়েই বেশিরভাগ কাজ চলে যায়। সেগুলো নেহাত ভালো না লাগলে অন্য অ্যাপ নামানো উচিত।
আরো কিছু কথা বলতে ইচ্ছে হলো:
Clean Master ধরণের অ্যাপ না ব্যবহার করাই ভালো। তার বদলে ফোনের নিজস্ব অপটিমাইজিং অপশন ব্যবহার করুন।
একই টাইপের অ্যাপ একাধিক রাখবেন না, ভালো একটি ব্যবহার করুন।
ভালো একটা ওয়েদার ফোরকাস্টিং ও নিউজ রিলেটেড অ্যাপ ব্যবহার করতে পারেন।
অ্যাপগুলো আপডেটেড রাখুন।
Maruf Alam publisher