কোন কাজ বা চাকরিগুলতে দ্বিতীয়বার ভুল করার সুযোগ নেই?

1 Answers   6.1 K

Answered 3 years ago

কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর জব পৃথিবীর সবচেয়ে কঠিন এবং ক্রিটিকাল জব গুলোর একটি। এখানে সামান্য ভুলও ঘটাতে পারে চরম বিপর্যয়। অনেকসময় তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করে হাজার হাজার মানুষের ভাগ্য। একজন কেমিস্ট আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর মূল পার্থক্য হলো কেমিস্ট যে জিনিসটি ছোট পরিসরে বানায়, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সেটিকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বানায়। তাই কেমিস্ট ব্যবসায়িক লাভ ক্ষতির কথা চিন্তা না করলেও, কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে যথা সম্ভব খরচ বাঁচিয়ে সর্বোচ্চ মানের সর্বোচ্চ পরিমাণে প্রোডাক্ট উৎপাদন করতে জানতে হয়। তাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর ক্ষুদ্র ভুলের কারণে কোটি টাকার জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা কোম্পানিকে ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রফিট এর পাশাপাশি তাকে সেফটির কথাও মাথায় রাখতে হয়। শেষবার যখন একটা কেমিক্যাল কোম্পানি সেফটির উপর প্রফিটকে প্রায়োরিটি দিয়েছিল, ষোল হাজার মানুষ প্রাণ হারিয়েছিল আর লাখ লাখ মানুষ বিকলাঙ্গ হয়ে গেছিলো। হ্যা, আমি ভোপাল ডিজাস্টারের কথাই বলছি। অনুতাপের বিষয় হলো চেরোনবিল দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ভোপালের তুলনায় অনেক কম হওয়া সত্ত্বেও পশ্চিমা মিডিয়া চেরোনবিলকেই স্পটলাইটে রাখে। খুব কম মানুষ ই ভোপালের ডিজাস্টারের ব্যাপারে জানে।
Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions