কোন কলা খেলে মোটা হয়?

1 Answers   11.2 K

Answered 2 years ago

প্রথম কথা হচ্ছে- কলা খেলে মানুষ মোটা হয় না। কলা খেলে যদি মোটা হওয়া যেতো তাহলে সব চিকন মানুষ কলা খেয়ে মোটা হয়ে যেতো। হ্যাঁ তবে কলা খাওয়া ভাল। প্রতিদিন দুটা করে কলা খাওয়া উচিৎ। শরীরের জন্য কলা অনেক উপকারী। অনেক রকমের কলা আছে। যার যেটা ভাল লাগে খাবে। কোনো সমস্যা নাই। যেমন আমার ভাল লাগে দেশী সাগরকলা।

আপনি যদি মোটা হতে চান আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর মাছ খাবেন। শাক সবজি খাবেন। বাদাম খাবেন। ফলমুল খাবেন। টানা ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমাবেন। টানা ছয় মাস খেয়ে যান। দেখবেন মোটা হয়ে গেছেন। শুধু কলা খেলে মোটা হবেন না।

Alamin
Alamin
463 Points

Popular Questions