Answered 1 year ago
আপনি বলতে চাচ্ছেন, ১০০৳ সাবস্ক্রিপশন ফি দিয়ে কোনো ওয়েবসাইটে ভিউ করে বা ক্লিক করে ৫০০৳ কিভাবে আয় করা যায়। এমন চিন্তা থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনর্থক সময় ব্যয় করে দিনে তো দূরের কথা মাসেও ৫০০৳ ইনকাম করতে পারবেন না। এইসব সাইটগুলো টাকা দেওয়ার বদলে নিয়ে চলে যায়। বাস্তব জীবনে পরিশ্রম করে ২ দিনেও ৫০০৳ ইনকাম করা অনেক ক্ষেত্রে অসম্ভব। অনলাইনে স্কিল ডেভলপমেন্ট ছাড়া আবেগে ক্লিক করে অর্থ ইনকাম করা সম্ভব নই।
sumonakhatun publisher