কোন একটা চলচ্চিত্রে দেখেছিলাম, অফলাইনে মেসেজ আগে থেকেই সেট করে রাখা ছিল। আমি বাস্তবে এটি কিভাবে সেট করতে পারি?

1 Answers   12.9 K

Answered 1 year ago

জ্বী আছে । তবে শুরুতেই সতর্ক করে দিতে চাই । এটিকে সম্ভব করে দিতে হলে একটি থার্টপার্টি অ্যাপ ব্যবহার করতে হবে । তাই এটি কখনোই সাজেস্ট করবো না । এবং মাঝে মাঝে এটি ঠিক মত কাজ ও করে না । আচ্ছা এখন দেখে নেওয়া যাক কিভাবে সময় সেট করে এসএমএস পাঠাবেন ।
Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions