কোন ইংরেজি শব্দটি আপনি বেশ কিছুকাল ধরে ভুলভাবে উচ্চারণ করে এসেছেন?

1 Answers   7.7 K

Answered 2 years ago

আমি এই প্রশ্নের সবগুলো উত্তর পড়িনি। তাই আমার লেখা উত্তরে হয়তো কিছু কমন শব্দও চলে আসতে পারে। কয়েকটি শব্দ নিচে দেওয়া হলো :

Receipt : আসল উচ্চারণ রিসিট, রিসিপ্ট নয়।

Valet : আসল উচ্চারণ ভ্যালে, ভ্যালেট নয়।

Meme: আসল উচ্চারণ মিম। মেম, মেমে বা মিমি নয় ।

Nokia : আসল উচ্চারণ নক-ইয়া । নোকিয়া নয়।

GIF : আসল উচ্চারণ জিফ । গিফ নয়। Merrium Webster dictionary তে যদিও গিফ উচ্চারণ দেখায়, কিন্তু যিনি শব্দটির সৃষ্টিকর্তা তিনি জিফ বলেছেন।

Comb : আসল উচ্চারণ(UK)কোউম্ বা খৌউম্। কম্ব্ নয়।

Women : আসল উচ্চারণ উইমিন । ওমেন নয়।

Debt : আসল উচ্চারণ ডেট । ডেব্ট্ নয়।

Pizza : আসল উচ্চারণ পিৎজ়া । পিজ্জা নয়।

Dengue : আসল উচ্চারণ ডেঙ্গি। ডেঙ্গু নয়।

Tomb : আসল উচ্চারণ(UK) টুম। টোম্ব্ নয়।

Data : আসল উচ্চারণ ডেটা। ডাটা নয়।

Pronunciation : আসল উচ্চারণ প্রোনানসিয়েশান। প্রোনাউনসিয়েশান নয়।

এডিট : আরো কয়েকটি যোগ করছি।

Almond : আসল উচ্চারণ আ(হ্)মান্ড্। আলমন্ড নয়।

Colonel : আসল উচ্চারণ কার্ণেল । কলোনেল নয়।

Salmon : আসল উচ্চারণ স্যামন। স্যালমন নয়।


Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions