Answered 2 years ago
সত্যিটা হচ্ছে আপনি সত্যি কালো মেয়েকে ভালোবাসেন কিনা!
সত্যি যদি আপনি কালো মেয়েকে ভালোবাসেন। তাহলে উত্তরটা ইতিমধ্যে আপনি জেনে যাবেন অথবা জানেন। আমি শুধু আপনাকে মন থেকে তুলে জানাচ্ছি।
কালো মানুষের শরীরে সকল গহনা/ অলংকার ফুটে থাকে। সেটা হীরের কিংবা সোনার। আসলে সৌন্দর্য আসল রূপই কালো।
তাকে এটা বলাই শ্রেয়। কালোই জগতের আলো। মানুষকে গায়ের রঙে নয়। মনের সৌন্দর্যকেই ভালোবাসার জন্যে বিবেচ্য করা উচিত।
Masum publisher