Answered 2 years ago
যে কোনো মানুষ অলৌকিক শক্তির অধিকারী হতে পারে তিনি যে ধর্মেরই হোক না কেনো।এই অলৌকিক শক্তি অর্জন করতে গেলে চাই প্রচুর ধৈর্য্য।সাংসারিক কোনো মায়ার বন্ধনে যুক্ত ব্যক্তি কিন্তু এই শক্তি অর্জন করতে পারবেন না।সব কিছু পরিত্যাগ করতে হবে।কোনো ভালো গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই গুরুর আদেশ মতো ধ্যান ও শক্তির সাধনা শুরু করতে হবে একদিন প্রত্যাশা মতো। সেই অলৌকিক শক্তির সন্ধান এক দিন না একদিন পাওয়া যাবে।তবে এ বড় সময় সাপেক্ষ ও চরম ধৈর্য্যের পরীক্ষা বটে।ভারত হলো শক্তি সাধনার অন্যতম পীঠস্থান।সাধক বামাখ্যাপা,বাবা লোকনাথ,রামকৃষ্ণ পরমহংস হলেন তার জলজ্যান্ত প্রমাণ।ভারতের নাগা সন্ন্যাসীরা এই শক্তি নিয়েই সাধনায় পড়ে আছে।
anafkhan publisher