কোনো বিষয়ে যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তা আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তবুও কি তা সত্য বলে ধরতে হবে?

1 Answers   13.1 K

Answered 2 years ago

অবশ্যই। যেমন ধরুন আমাদের শরীরের অন্তর্ভাগ ও বহির্ভাগে বহু ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস,পরজীবী ইত্যাদি রয়েছে। এটা আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, কিন্তু এটির শুধু যুক্তিসম্মত প্রমাণ আছে তাই নয়, অনুবীক্ষণ যন্ত্রে দেখাও যেতে পারে।কিন্তু সাধারণ মানুষ কি অনুবীক্ষণ যন্ত্রে না দেখলে সেটা বিশ্বাস করবে না? এইজন্যই ভারতীয় দর্শনে আপ্তবাক্যকে প্রত্যক্ষের মতো একধরনের প্রমাণ হিসেবে ধরা হয়।


Saifullah
saifullah
264 Points

Popular Questions