Answered 2 years ago
আসলে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটি হলো বৈদেশিক মুদ্রার স্টক যেটি বাংলাদেশের ক্ষেত্রে ইউএস ডলার।
আমরা যখন বিদেশ থেকে কিছু কিনি সেটির মূল্য ডলারে পরিশোধ করি। তাই আমাদের ডলারের মজুদ থাকতে হবে। সাধারণত তিন মাসের আমদানির মূল্য পরিশোধের জন্য ডলার মজুদ থাকলে পর্যাপ্ত বলে ধরে নেয়া হয়। ডলারের মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আমদানিতে বেশী ডলার খরচ হচ্ছে, ফলে ডলার এর রিজার্ভ কমে যাচ্ছে বেশী হারে। আমদানি নির্ভর সব দেশের একই অবস্থা।
fahima publisher