Answered 2 years ago
ঊড়িষ্যার মাতৃতান্ত্রিক টোডা আদিবাসীদের বিবাহে একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করতে পারে। তো এখন যদি আমি বলি, কোনো টোডা নারী যদি দ্বিতীয় বিয়ে করে, তাকে কি করা উচিত?
আপনি বলবেন "ওটা তো ওদের কালচার। সুতরাং ওদের আচার-সংস্কৃতি ওদেরকেই পালন করতে দিন"।
একজন নারী যখন ১০ জন পুরুষের সাথে মিশে, তখন আপনারা সমর্থন দেন, আর একজন পুরুষ যখন একাধিক নারীর সাথে মিশে, তখন আপনারা বলেন "নারীলোভী"।
আসল সত্য কথা কি, পুরুষবিদ্বেষী কথাবার্তা বর্তমানে খুব সমর্থিত হয়ে গেছে।
সমাজে পুরুষতান্ত্রিক থাকলে আপনাদের মুখে ছাই পড়ে, আর সমাজ মাতৃতান্ত্রিক হলে আপনারা খুশি হয়ে যান।
সমাজ পুরুষতান্ত্রিক হলে আপনারা নারীবাদ চালু করে "নারী ক্ষমতায়ন" চান, আর সমাজ মাতৃতান্ত্রিক হলে সেখানে যদি আমি "পুরুষ ক্ষমতায়ন" এর কথা বলি, তখন বলবেন "এটা ওদের কালচার। সুতরাং ওদের কালচার ওদেরকে পালন করতে দিন"
যখন পুরুষ ২ বিবাহ করে, তখন চান ফৌজদারি মামলা, আর যখন কোনো নারী ২ বিবাহ করে, অথবা পরকীয়া করে, তখন বলেন "ঐ নারী কি করবে না করবে, সেটা তার ব্যাপার"
মিথিলা তো তাহসান কে বিয়ে করছিলো, এরপর ফাহমির সাথে অবৈধ সম্পর্ক করেছিলো, এরপর সৃজিত কে বিয়ে করে। তাকে কি করা উচিৎ? এখন আপনি বলুন।
রাকিবের বউ তামিমা তো অবৈধভাবে ক্রিকেটার নাসির কে দ্বিতীয় বিয়ে করে। তাকে কি করা উচিৎ? এখন আপনি বলুন।
আপনারা পুরুষ-নারীর সমান অধিকার এর নাম করে সমাজে একটা হিপোক্রেসি চালু করেছেন। আপনাদের মিশন মূলত একটাই, সেটা হচ্ছে, পুরুষদেরকে তিলে তিলে ধ্বংস করা
হিপোক্রেসি দূর করুন। সঠিক সমাজ তৈরী করুন।
পুরুষতন্ত্র জিন্দাবাদ ♂️
ধন্যবাদ ♂️
monira404 publisher