Answered 2 years ago
আমাদের একটা কথা মনে রাখতে হবে যে, যখন সীমা বাড়িয়ে লাভ নেই।তখন সীমা কাটাতে হয়। বুঝতে পারছি যে, তোর মনের কথা, কিন্তু এখন আর কিছু করার নাই। এটা মানতে হবে যে ও আর তোমার নেই। এটা মেনে নিয়ে নিজের লক্ষের দিকে এগিয়ে যাও। ওর কথা ভেবে কোনো লাভ নেই। এতে নিজের ছাড়া অন্য কারো ক্ষতি হবে না। তাই ভালো এটাই হয় যে তাকে ভূলে যাও। যদি ভূলতে না পার, তাহলে এই কাজ গুলো করতে পারো
১.নিজেকে কাজে ব্যস্ত রাখুন
২.বাইরে থাকলে বন্ধুর সঙ্গে থাকুন
৩.বাড়িতে থাকলে সবার সাথে মিলে মিশে থাকুন
৪.নিজেকে কখনো একলা রাখবে না
৫.ওই মেয়েটার কোনো কিছু জিনিষ নিজের কাছে রাখবে না ( ফোন নম্বর,ছবি, দিয়ে থাকা গিফ্ট,ওকে ফেশবুকে ব্লক করে রাখুন)
আশাকরি এই কাজ গুলো করতে পারলে তাকে সহজে ভূলতে পারবেন।।
chamok publisher