কোনো কোনো দোকানের নামের প্রথমে 'মেসার্স' শব্দটি লেখা থাকে কেন?

1 Answers   8.5 K

Answered 2 years ago

ভালো প্রশ্ন করেছেন। মেসার্স শব্দ টি আসলে মিস্টার শব্দের বহুবচন। যখন কোন দোকানের মালিক/প্রোপাইটর/প্রতিষ্ঠাতা একের অধিক হয় তখন সেখানে মেসার্স শব্দ টি যোগ করে দোকানের নাম রাখা হয়।কিন্তু আমাদের দেশে মানুষ না জেনেই শুধু শুধু দোকানের নামের সামনে মেসার্স শব্দ টি যোগ করে।আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions