কোনটা বেশি ম্যাটার করে, সাব্জেক্ট নাকি ইউনিভার্সিটি?
0
0
1 Answers
8.4 K
0
Answered
1 year ago
আমার এক বন্ধু, আমার প্রায় এক বছর পরে বিদেশ গিয়েছিলো। তার চেয়ে আমার সামান্য একটু বেশি অভিজ্ঞতা ছিল। তাই তাকে সেই শহরের বিভিন্ন জিনিস চিনিয়ে দিচ্ছিলাম।
এমন সময় বন্ধুটি জানালো, সে সিম কার্ড কিনতে চায়। আমি তাকে তেমন একটি দোকানে নিয়ে গেলাম। দোকানের কাউন্টারের ছেলেটিকে বললাম - ভালো একটি নম্বর দিও।
আমার কথা শুনে, সেই ছেলেটি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো - ভালো নম্বর মানে কি?
আমি বললাম - যে নম্বর সহজে মনে রাখা যায়।
তখন ছেলেটি কয়েকটি নম্বর দেখালো। আমার বন্ধু, সেগুলো থেকে একটি বেছে নিলো।
এই ঘটনাতে বোঝার বিষয় হলো, ওই - ভালো নম্বর। মোবাইল নম্বর এর ভালো বলে কিছু নেই। ভালো হয় মোবাইল নেটওয়ার্ক ; ভালো হয় মোবাইল ফোন।
আমাদের দেশে অমুক সাবজেক্টে লেখাপড়া করলে সহজে চাকরি পাওয়া যায়। তমুক সাবজেক্টে লেখাপড়া করলে বেশি বেতনের চাকরি পাওয়া যায়। এসব কারণেই আমরা ভালো সাবজেক্ট জিনিসটা চিনি। কিন্তু উন্নত দেশে, সকল সাবজেক্টে প্রায় একই রকম সুযোগ পাওয়া যায়। সকল সাবজেক্টে ভালো বেতনের চাকরি হয়। এজন্যই তারা ভালো সাবজেক্ট জিনিসটা চেনে না।
উন্নত দেশের কোন একজন মানুষের সাথে কথা বলার সুযোগ হলে, তাকে এই কথাটি বলবেন - আমার ছোট ভাই একটি ভালো সাবজেক্টে লেখাপড়া করে। আপনার কথা শুনে, সেই লোকটি জিজ্ঞাসা করবে - ভালো সাবজেক্ট মানে কি? কারন, সাবজেক্ট এর ভালো বলে কিছু নেই। ভালো হয় ছাত্র ; ভালো হয় ইউনিভার্সিটি।
আপনি যে দেশেই থাকুন না কেন, যত "ভালো" সাবজেক্টে লেখাপড়া করুন না কেন ; মুল কথা হলো - সেই সাবজেক্টে আপনার দক্ষতা। দক্ষতার জন্যই আপনি কর্মজীবনে ভালো সুযোগ পাবেন। সাধারন হিসাবে, ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেশি দক্ষ হয়। কাজেই, সাবজেক্ট বাছাই না করে, বিশ্ববিদ্যালয় বাছাই করুন। সাবজেক্ট এর চেয়ে বিশ্ববিদ্যালয় অনেক বেশি গুরুত্বপূর্ণ।
husnearahimu publisher