Answered 2 years ago
ভাই আপনি আমাকে প্রস্ন ছুঁড়ে দিয়েছেন। ভাল কথা। আপনি আপনার কিছু সঞ্চয় দিয়ে আয় করতে চান । ভাল উদ্যোগ । এখন আমি আপনাকে যা বলব বলে ভাবছি তা আপনার পছন্দ হবে কিনা তা নিয়ে সংশয়ে আছি। আমি কিন্তু আপনাকে আমার পক্ষ থেকে ভালোটাই দেব ভাবছি। আচ্ছা ভাই আপনি পরিশ্রমের পাশাপাশি কিছু ব্যাপার ত্যাগ করতে পারবেন?এই যেমন ধরুন পাছে লোকে কিছু বলে বা অমুক কি বলবে? দূর এটা আবার সম্ভব নাকি? যদি করতে পারেন তো একটা কাজ করুন। নাস্তা তৈরি করে রাস্তায় বিক্রির বাবস্থা করুন। আমি কথাটি বলছি এই কারনে মাঝে মধ্যেই তো আমরা রাস্তায় অনেক কিছু খাই। একবারও ভেবেছি তাদের ইনভেস্ট কত? কিন্তু তারা পুরো সংসার চালাচ্ছে এর উপর ভিত্তি করে। ঠিক না ভাই?
abdullahalnafi publisher