কোডিং ছাড়া ওয়েবডিজাইন করা গেলে অনেকেই এখনও কোডিং শেখার প্রতি আগ্রহ দেখায় কেন?
11
0
1 Answers
9.5 K
0
Answered
2 years ago
ভাইয়া কোডিং ছাড়া ওয়েবডিজাইন কি জিনিস। সেটা দিয়ে কি করে?[ইমেজি দিতে পারলাম না]
আপনার প্রশ্নটা আমি বুজেছি। একমুহূর্তের জন্য আমি মেনে নিচ্ছি কোডিং ছাড়া ওয়েবডিজাইন হয়। আপনি ওয়ার্ডপেসে থিম ইনস্টল দিবেন, ডিভি বা অন্যান্য পেজ বিল্ডার ব্যবহার করে ডিজাইন করবেন। সেখানে কিছু বাটন থাকবে এবং ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে পছন্দের ডিজাইন বানাবেন।
এভাবে ওয়েবডিজাইন হয় না। আপনি অন্যের থিমের ফিচার ব্যবহার করে ডিজাইন করছেন। এটা আপনার আইডিয়ার ডিজাইন না। অন্যের আইডিয়া থেকে জাস্ট সেটআপ দিচ্ছেন।
মনের মতো ওয়েবডিজাইন ও কাস্টম ফিচারের সাইট বানাতে চাইলে আপনাকে এইচটিএমএল ও সিএসএস জানতে হবে।
আপনি একটু চিন্তা করে দেখুন আপনি কিন্ত ডিজাইন করছেন না, অন্যের থিম কাস্টমাইজ করছেন।
যে থিম আপনি ব্যবহার করছেন তা ডেভলপাররা তৈরি করেছে। যাতে আপনি কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনার পছন্দের সাইট দাড় করাতে পারেন। এখন আপনি যদি ডেভলপার বা ডিজাইনার হতে চান তবে কোডিং আপনার লাগবে।
কোডিংয়ের প্রতি আগ্রহ দেখায় কারণ সবাই যদি থিম কাস্টমাইজেশন করে তবে থিম বানাবে কারা। আর থিম বানাতে হলে প্রোগ্রামিং বা কোডিং যেটাই বলেন লাগবে। তাছাড়া ভালো মানের সাইট এসব থিম, প্লাগিন দিয়ে হয় না। এদের জন্য সবকিছু কাস্টম বা নিজস্ব লাগে রিকয়ামেন্ট অনুযায়ী।
বর্তমানে যারা ওয়ার্ডপ্রেসে ক্যারিয়্যার গড়তে চাই তাদের জন্য এইচটিএমএল, সিএসএস ও পিইচপি জানা আবশ্যক।
shahos publisher