কোকিলের ডাক নকল করলে সে আরো অস্থির হয়ে ডাকতে থাকে কেন?

1 Answers   6.1 K

Answered 2 years ago

ছোট থেকে আমরা শুনে আসছি কোকিল কাকের বাসায় ডিম পারে। আসলে কোকিলের এই কুহু ডাক কাককে উতক্ত করার জন্য। যখন উত্তক্ত হয়ে কাক কালো কোকিলের পিছনে ধাওয়া করে তখন স্ত্রী কোকিল এসে কাকের বাসায় ডিম্ পেরে যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি ডাকলে ও আরো জোরে চেঁচায় কেন? আসলে আপনি যখন ওকে অনুকরণ করেন একটা সুযোগ থাকে যে কাক আপনার শব্দের উৎসের দিকে ধাওয়া করে। কাক বুদ্ধিমান, কিছুক্ষনের মধ্যে বুঝে যাবে এটা মানুষ করছে আর বাসায় ফিরে যাবে। কিন্তু স্ত্রী কোকিলের জীবন বিপন্ন হতে পারে, সাথে তাদের ভবিষৎ প্রজন্মেরও। তাই কোকিল আরো জোরে চেঁচায় যাতে কাক আপনার শব্দ শোনার আগে কোকিলের শব্দ তা শোনে আর তাকে তাড়া করে।

আর যদি এই তথ্য যাচাই করতে চান, তাও খুব সহজ। কাকের বাসার কাছে গিয়ে কয়েকবার কোকিলের ডাক অনুকরণ করুন। মনে রাখবেন জীবনে যদি সত্যি রোমাঞ্চ এর অভাব থাকে তবেই করবেন।

বিশেষ সতর্কীকরণ: হেলমেট না পরে এরম কিছু চেষ্টা করবেন না। আর হেলমেট না পেলে মাথার ইনসুয়ারেন্স করতে ভুলবেন না।

Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions