কোএক্সিয়াল ক্যাবল সম্পর্কে জানেন কি?

1 Answers   5.4 K

Answered 2 years ago

আমাদের সবার বাসায় নিশ্চয়ই ক্যাবল টিভি বা ডিশ টিভির লাইন রয়েছে। যে তার দিয়ে এই ক্যাবল টিভি বা ডিশ টিভির সংযোগ দেয়া হয় সেটিই হলো কো-এক্সিয়াল ক্যাবল।

কো-এক্সিয়াল হলো এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড (Solid) কপার তার এবং তারটিকে ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ফোমের ইনস্যুলেশন (Insulation)। ইনস্যুলেশন ফোমের চারপাশ জাল বা নেট আকৃতির তার (metalic shield) দ্বারা সাজানো থাকে এবং বাইরে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে। মেটালিক শিল্ডটি তড়িৎ-চুম্বকীয় বাধা থেকে ডেটা সিগন্যালকে রক্ষা করে থাকে। যেহেতু উভয় তারের অক্ষ একই থাকে একারণে এ ক্যাবলকে কো-এক্সিয়াল ক্যাবল নামে আখ্যায়িত করা হয়। বিস্তারিত জানতে আর্টিকেল পড়তে পারেন.

Ujjol Ahmed
ujjolahmed
566 Points

Popular Questions